বাড়ির গ্যারেজে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে ছাই তিনটি মোটর বাইক
JJM NEWS DESK: বাড়ির গ্যারেজে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে ছাই হল তিনটি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর থেকে কিছু দূরে বাঁকুড়া সদর থানার রাজগ্রামে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। বাড়ির লোকজনরা সেই সময় সবাই ঘুমোচ্ছিলেন। প্রতিবেশীর চিৎকারে বাড়ির বাইরে গ্যারেজে গিয়ে দেখেন দাউদাউ করে চলছে গ্যারেজে রাখা তিনটি মোটরবাইক। বালতি করে জল দিয়ে আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল মোটর বাইক তিনটি। জানা গেছে গ্যারেজের মধ্যে কোন ইলেকট্রিক সংওযোগ বা দাহ্য বস্তু ছিল না। কি কারণে গ্যারেজে রাখা বাইক গুলির মধ্যে আগুন লাগলো সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।