Smuggle:গোপনে পোস্তর খোলা পাচার করতে গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়লেন পাচারকারীরা
JJM NEWS DESK: গোপনে পোস্তর খোলা পাচার করতে গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়লেন পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়। তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছেন মেজিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে নন্দনপুর এলাকায় নাকা চেকিং এর সময় একটি টাটা এসি গাড়িকে সন্দেহ হয় পুলিশের। তল্লাশির সময় গাড়িটি থেকে মোট ৩ কুইন্ট্যাল পোস্তর খোলা উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার হয়েছেন এবং গাড়িটি সহ পোস্তর খোলাগুলি বাজোয়াপ্ত করেছে মেজিয়া থানার পুলিশ। ধৃতদের প্রত্যেকের বাড়ি বীরভূম জেলায়। পুলিশ সূত্রে খবর মেজিয়া থানার কেশবমানা এলাকায় গোপনে হচ্ছে পোস্তর চাষ। সেখান থেকেই চড়া দামে পোস্তর খোলাগুলি ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল পাচারকারীরা বলে সন্দেহ পুলিশের। মূলত মাদক তৈরীর উদ্দেশ্যেই পোস্তর খোলাগুলি পাচার করা হচ্ছিল বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে মেজিয়া থানার পুলিশ। কে বা কারা এই পাচারকান্ডে জড়িত রয়েছে বা ভিন রাজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।