মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
JJM NEWS DESK: মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কিশোর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জামবনী থানার অন্তর্গত নীশ্চিন্তপুর গ্রামে। ঘটনায় মৃত কিশোরের নাম রবি দাস (বয়স ১২)।
সূত্রে জানা গেছে মৃত রবি বাড়িতে মোবাইলে চার্জ দিতে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজনেরা তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।