প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের ফলাফল
JJM NEWS DESK: আজ শুক্রবার রাজ্যে প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। পরীক্ষার ২০ দিনের মাথায় প্রকাশিত হল এবারের ফলাফল। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯২ হাজার। এই বছরের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা স্কুলের সৌম্যজিৎ দত্ত।
প্রথম দশের তালিকা
১ম: পাঞ্চজন্য দে (রহড়া রামকৃষ্ণ মিশন)
২য়: সৌম্যজিৎ দত্ত (বাঁকুড়া জেলা স্কুল)
৩য়: ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল)
৪র্থ: অঙ্কিত মণ্ডল (লিলুয়া কেজরিওয়াল বিদ্যাপীঠ)
৫ম: গৌরব দাস (নারায়ণা টেকনো স্কুল)
৬ষ্ঠ: আয়ুষ গুপ্ত (দিল্লি পাবলিক স্কুল)
৭ম: ঋতম দাশগুপ্ত (আর্মি পাবলিক স্কুল)
৮ম: সপ্তাশ্ব ভট্টাচার্য (বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল)
৯ম: ঋষি কেজরিওয়াল (সেন্ট স্টিফেন মিশনারি স্কুল)
১০ম: সৌহার্দ্য দত্ত (বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুল)