Accident: দূর্ঘটনায় মৃত তিনটি গোরুকে উদ্ধার করে সৎকারের ব্যাবস্থা করলেন পৌর প্রশাসক
পূর্ণচন্দ্র রক্ষিত, পুরুলিয়া: দূর্ঘটনায় মৃত তিনটি গোরুকে উদ্ধার করে দেওয়ার ব্যাবস্থা করলেন পৌর প্রশাসক। ঘটনাটি পুরুলিয়া শহরের দুলমির নডিহা এলাকায় ঘটেছে। গতকাল রাত্রে পথ দূর্ঘটনায় মারা যায় তিনটি গোরু। আর সেই তিনটি গোরু রাস্তার উপরেই পড়ে থাকে।
আজ সকালে খবর পেয়েই ওই এলাকায় উপস্থিত হন পুরুলিয়া পৌরসভার নব নির্মিত চেয়ারম্যান নবেন্দু মহালি। তিনি ঘটনাস্থলে এসে ওই মৃত তিনটি গোরুকে উদ্ধার করেন এবং মৃত গরুগুলিকে সংৎকারের ব্যাবস্থা করেন।