TMC:শিক্ষামন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিধায়ক
JJM NEWS DESK: ফের পদ্ম শিবিরে ভাঙন। এবার বাঁকুড়া জেলায়। অনকেদিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। আজ সোমাবার তা সত্যি হল। পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে কলকাতায় তৃণমূল ভবনে পুনরায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
২০২১ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তন্ময় ঘোষ। এরপর বিজেপি তাকে টিকিট দেয় এবং রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে বিষ্ণুপুর বিধানসভায় জয়লাভ করেন। গত কয়েকদিন ধরেই বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতেও তাকে সেভাবে দেখা যাচ্ছিল না এবং বিজেপির সঙ্গে সেইভাবে যোগাযোগও রাখেননি তিনি। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক জল্পনা চলছিল। আজ তা সত্যি হল। কলকাতায় তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে পুনরায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।