বাবার অত্যাচারে আত্মঘাতী হলেন মেয়ে
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন মেয়ে। এমনটাই অভিযোগ করেছেন মৃতা মেয়েটির ঠাকুরদা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পশ্চিম মহাদেবপুর গ্রামে। ঘটনায় মৃত মেয়েটির নাম রাখি শর্মা ( বয়স ১৩)। ঠাকুরদার বয়ানে শিহরিত হয়েছেন পুলিশ কর্তারাও।
পরিবার সূত্রে জানা গেছে মেয়েটির বাবা অচিন্ত্য শর্মা মত্ত অবস্থায় বাড়ি ফিরে তার মেয়ে, স্ত্রী, বাবা ও মা এর রোজ অত্যাচার চালাত। গতকাল মঙ্গলবার একই ঘটনা ঘটে। অচিন্ত্য শর্মা মদ খেয়ে বাড়ি ফিরে প্রতিদিনের মতো সবার উপর অত্যাচার চালায় এবং টাকা খোজে। রাখিকে জুতো ও লাঠি দিয়ে মারধর করে। গতকাল বিকেল থেকে রাখিকে বাড়ির কেউ দেখতে পাননি। সবাই ভেবেছিলেন রাখি অভিমানে হয়তো কোনো বন্ধুর বাড়িতে গিয়েছেন। কিন্তু খোঁজ না মেলায় তল্লাশি শুরু হয়। শোওয়ার ঘরের ভিতর থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রাখির মৃতদেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌছান রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানায় লিখিত অভোযোগ দায়ের করেন মৃতা রাখির ঠাকুরদা ধীরেন শর্মা। তিনি ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন।