ঝাড়গ্রাম জেলার দুটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের স্কুল শিক্ষক
নিজস্ব প্রতিনিধি, জোহার জঙ্গলমহল: দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারো মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে কর্মরত মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরি গ্রামের বাসিন্দা গুরুচরন বারিক স্বামী, স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। দারিদ্রের সাথে লড়াই করা গুরুচরন বাবুর দুই সন্তানই প্রতিবন্ধী। বর্তমান করোনা উদ্ভূত পরিস্থিতিতে গুরুচরন বাবু কর্মহীন। তাই বন্ধ হয়ে গিয়েছে পুত্রদের চিকিৎসা।
অন্যদিকে গোপীবল্লভপুর ব্লকের ধুলিয়াডাহি গ্রামের বাসিন্দা শ্রীকান্ত সেনাপতি (৭২)। স্ত্রী মারা গিয়েছেন দীর্ঘদিন আগেই, একমাত্র ছেলে উন্মাদ। দারিদ্র সীমার নিচে বসবাসকারী শ্রীকান্ত বাবু, পুত্র, পুত্রবধূ ও পৌত্রকে নিয়ে দিনমজুরীর উপর ভিত্তি করে অতিকষ্টে জীবনযাত্রা নির্বাহ করেন। একটি সমাজসেবী সংস্থার মাধ্যমে পরিবার দুটির সাথে যোগাযোগ হয় হেরম্ব নাথ বাবুর। শনিবার দিন এই দুটি দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে ছাতু, দুধ, বিস্কুট, সোয়াবিন, হরলিক্স সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, সাবানগুড়ি, সাবান, শ্যাম্পু সহ নিত্যব্যবহার্য দ্রব্য, চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ এবং বৃদ্ধ শ্রীকান্ত বাবুর হাতে ওয়াকিং স্টিক তুলে দেন এই মানবদরদী শিক্ষক। স্কুল শিক্ষকের এহেন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সকলে।