Thursday, August 11, 2022

পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল চত্বরে নিষিদ্ধ হল ধূমপান ও গুটকা

পূর্ণচন্দ্র রক্ষিত, পুরুলিয়া: আজ পুরুলিয়া জেলার দেবেন মাহাতো সদর হাসপাতালের সামনে নিষিদ্ধ হল বিড়ি, সিগারেট যাবতীয় ধূমপান ও গুটকা। নিষিদ্ধ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানানো হয় যে নেশারত অবস্থায় কাউকে দেখলে বা এইসকল জাতীয় দ্রব্য ব্যাবহার করলে পুলিশকে খবর দেওয়া হবে। সাথে ২০০ টাকা জরিমানা গুনতে হবে এবং জনসমক্ষে কান ধরে উঠবোস করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ