বাঁকুড়ায় ভুয়ো সিম কার্ড ও ই-ওয়ালেট বিক্রীর অভিযোগে গ্রেফতার ৬ জন
JJM NEWS DESK: ভুয়ো সিম কার্ড ও ই-ওয়ালেট বিক্রীর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ। দেশের বিভিন্ন প্রান্তে সেগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রী করা হতো বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা সহ বেশকিছু জিনিস উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে অভিষেক মন্ডল নামে এক যুবক কিছুদিন আগে বাঁকুড়া জেলার কোতুলপুরের বাসিন্দা রামপ্রসাদ দিগর নামে এক সিম কার্ড ব্যাবসায়ীর কাছে থেকে কয়েক হাজার সিম কার্ড ক্রয় করেন। জানা গেছে অভিষেক কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মে ভুয়ো তথ্য ও নথি ব্যবহার করে প্রতিটি সিমকার্ড চালু করেছিল এবং সেই সিম কার্ড ব্যাবহার করেই তৈরী করেছিল কয়েক হাজার ই-ওয়ালেট। ওই ই-ওয়ালেট ও পাসওয়ার্ড দেশের বিভিন্ন প্রান্তে মোটা টাকার বিনিময়ে বিক্রী করত। ঘটনায় ধৃতদের কাছ থেকে ২৩টি মোবাইল, ৭টি ব্যাংকের পাস বই, ১ টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ, কয়েক হাজার ভুয়ো সিম কার্ড, ১টি ক্যামেরা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকা ও ১৫টি ডেবিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে তারা এখনো পর্যন্ত ৪০-৫০ লক্ষ টাকার জালিয়াতি করেছে এবং গত দুই বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা। তাদের জামতাড়া গ্যাংকের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।