মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল বাঁকুড়ার সিমলাপাল থানার পুলিশ
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার সিমলাপাল থানার পুলিশ। গতকাল তাদের দায়রা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত দুই যুবকের বাড়ি পুনিশোল গ্রাম এলাকায়।
জানা গেছে সিমলাপাল থানার অন্তর্গত ভেদুয়া-শুশুনিয়া মোড় সংলগ্ন এলাকায় এক চলন্ত ব্যাক্তির মোবাইল ছিনতাই করে বাইকে করে চম্পট দেয় ওই দুই যুবক। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন ওই ব্যাক্তি। বিষয়টি নজরে আসে ভিলেজ পুলিশদের। তারা খবর দেন সিমলাপাল থানায়। সিমলপাল থানার আইসি তাপস দত্তের তৎপরতায় ওই দুই মোবাইল চোরকে কুসুমডিঙ্গরী এলাকায় ধরে ফেলেন সিমলাপাল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে অনেক বাড়ি ভাঙার সরঞ্জামও উদ্ধার করা হয়। ওই দুই যুবক বিষয়টি স্বীকার করে নেওয়ায় তাদের বিরুদ্ধে আইনি মামলা দায়ের হয়েছে।