পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় উদ্ধার হল একটি কঙ্কাল। যা নিয়ে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার কাস্টগুড়ার জঙ্গলে।
স্থানীয় এলাকার মানুষজন সূত্রে জানা যায় আজ শুক্রবার সকাল নাগাদ কাস্টগুড়ার জঙ্গলে গরু চরাতে গিয়ে কঙ্কালের অংশ বিশেষ দেখতে পান স্থানীয় এলাকার মানুষজনরা। খবর দেওয়া হয় গড়বেতা থানায়। গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করেন। কীভাবে ওই এলাকায় কঙ্কাল এল, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।