Drowned Dead:নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
JJM NEWS DESK: নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আজ বৃহঃস্পতিবার পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত কাশীপুর এলাকায়। কাপিস্টা নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে আদ্রা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম শ্রীনাথ বাস্কে (বয়স জানা যায়নি)। বাড়ি আদ্রা থানার অন্তর্গত ধোবাটি গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমান কাপিস্টা নদীতে স্নান করতে নেমেই জলে ডুবে প্রাণ হারিয়েছেন ওই যুবক। তবে পরিবার সূত্রে জানা গেছে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃত শ্রীনাথ বাস্কে। আদ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।