JJM NEWS DESK: বর্তমানে নীলগাইও বিরল প্রজাতির প্রাণীগুলির মধ্যে পড়ে। সাধারণত এই প্রাণীটি বর্তমানে খুব কমই নজরে পড়ে। চিড়িয়াখানা ছাড়া নীলগাইয়ের দেখা মেলা ভার। আজ বাঁকুড়ার জয়পুর রেঞ্জের জঙ্গলে এই প্রাণীটির দেখা পাওয়া যায়।
বনদফতর সূত্রে জানতে পারা যায় আজ বাঁকুড়া জেলার জয়পুর রেঞ্জের অন্তর্গত বাঁকাদহ জঙ্গলের বোলপুকুর এলাকা থেকে ওই বিরল প্রজাপতির নীলগাইটিকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল নাগাদ বাঁকাদহের কুলুপুকুর এলাকায় নীলগাইটিকে দেখতে পান জঙ্গলে যাওয়া কিছু মানুষজন। খবর দেওয়া হয় জয়পুর ফরেস্ট অফিসে। জয়পুর ফরেস্ট অফিসের আধিকারিকরা নীলগাইটিকে উদ্ধার করে জয়পুর ফরেস্ট অফিসে নিয়ে আসেন। সেখানে ওই নীলগাইটিকে রাখা হয়। জয়পুর ফরেস্ট অফিসে এই বিরল প্রজাতির নীলগাইটিকে দেখতে ভিড় জমান ওই এলাকার মানুষজন।