‘রাজীব খেলরত্ন’ পুরস্কারের নাম পরিবর্তিত হয়ে হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঘোষণা প্রধানমন্ত্রীর
JJM NEWS DESK: ‘রাজীব খেলরত্ন’ পুরস্কারের নাম পরিবর্তিত হয়ে হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এদিন প্রধানমন্ত্রী তার অফিসিয়াল টুইট্যে জানান “খেলরত্ন পুরস্কার এর নাম মেজর ধ্যানচাঁদ এর নামে করার জন্য অনেকের কাছ থেকে প্রস্তাবনা পাচ্ছিলাম। সকল নাগরিককে নিজের মতামত জানানোর জন্য অত্যন্ত ধন্যবাদ। তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে, এবার থেকে খেলরত্ন পুরস্কার কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসেবে ডাকা হবে।”
ক্রীড়াক্ষেত্রে কোনো সাফল্যের জন্য এই খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে। এই খেলরত্ন পুরস্কার প্রাক্তন পূর্বকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত ছিল। প্রথমবারের জন্য রাজীব খেলরত্ন দেওয়া হয় গত ১৯৯১-৯২ সালে। প্রথম বার ‘রাজীব খেলরত্ন’ পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রখ্যাত দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। এছাড়া বিখ্যাত ক্রিকেট প্লেয়ার শচীন তেন্ডুলকর, বিরাট কোহলী, রোহিত শর্মা, সানিয়া মির্জা সহ আর অনেকে এই পুরস্কার পেয়েছেন। দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারতীয় পুরুষ হকি দল। আর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুগর। তাই হকির প্রতি সম্মান জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।