পুরুলিয়া জেলার বরাবাজার গ্রাম পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রতুল চন্দ্র মাহাতো
পূর্ণচন্দ্র রক্ষিত, পুরুলিয়া: পুরুলিয়া জেলার বরাবাজার গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে আজ সভাপতি নির্বাচিত হলেন প্রতুল চন্দ্র মাহাতো। পূর্ববর্তী সভাপতি রামজীবন মাহাতোর মৃত্যুর ফলে এই সভাপতির আসন খালি ছিলো অবশেষে তার অবসান হল। ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের প্রতুল চন্দ্র মাহাতো কে সমর্থন করেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকে তিনি বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি আসন গ্রহণ করেন। দীর্ঘ পাঁচ বছর বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ- সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। আজ দীর্ঘ লড়াই এবং প্রচেষ্টার পরে তিনি সভাপতির আসনে নির্বাচিত হলেন।
মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় দ্বিতীয়বার সভাপতির দায়িত্বে পুনরায় নির্বাচিত হলেন প্রতুল চন্দ্র মাহাতো। এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য এবং সমর্থকরা উনাকে স্বাগত জানিয়ে গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়। জেলা নেতৃত্ব আস্থা রেখেছেন এবং দায়িত্ব তুলে দেওয়ার জন্য তিনি গর্বিত বোধ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব। কিন্তু হাতে সময় খুব কম মাত্র ১৭ মাস, এই ১৭ মাসে যেটুকু সময় পাওয়া যাবে সমিতির নির্বাচিত এবং সকল সদস্যদের নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বো। বরাবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমরা আশা করছি এবং ভরসা রাখছি যে দুঃখ সৈনিকের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমাদের যে অসম্পূর্ণ কাজ ছিল তা প্রতুল বাবুর হাত দিয়ে করাবো এমনটাই জানিয়েছেন বরাবাজার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লম্বোদর মাহাতো। বরাবাজার পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমানে ২৭ জন যেখানে বিজেপি তৃণমূলের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা সকলে মিলে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন প্রতুল চন্দ্র মাহাতো। সব শেষে বরাবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় সমস্ত সদস্য ও কর্মী বৃন্দরা তাঁকে সংবর্ধনা জানায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা পরিষদের সদস্য সুসেন মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লম্বোদর মাহাতো, জেলা পরিষদের মেম্বার সুমিতা সিংহ মল্ল, যুব সভাপতি চন্দন সিনহা মল্ল সহ বরাবাজার পঞ্চায়েত সমিতির ২৭ জন মেম্বার এবং অন্যান্য নেতৃবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের সমস্ত সমর্থকরা।