Durga Puja 2021:জন্মাষ্টমীতে নিতুড়িয়া কোলিয়ারী দুবেশ্বরী দুর্গাপূজার খুঁটি পুজো
পূর্ণচন্দ্র রক্ষিত: সোমবার জন্মাষ্টমীর দিন খুঁটি পূজোর মধ্য দিয়ে পুরুলিয়ার “নিতুড়িয়া কোলিয়ারী দুবেশ্বরী সার্বজনিন দুর্গাপূজা কমিটি”- র মন্ডপ তৈরীর কাজ শুরু হল। পুরুলিয়া জেলার যতগুলি বড়ো বাজেটের দুর্গা পুজো হয় তার মধ্যে নিতুড়িয়া কোলিয়ারী দুবেশ্বরী সার্বজনিন দুর্গাপূজা কমিটি” অন্যতম। করোনার আবহে পুজো কমিটির গোটা কয়েক সদস্যদের নিয়েই পুজো কমিটিকে সারতে হল খুঁটি পুজোর কাজ। খুঁটি পূজোর মধ্য দিয়েই দূর্গাপূজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল জেলার এই বিগ বাজেটের দুর্গাপূজা কমিটির।
পূজা কমিটির সেক্রেটারী বুলা পাণ্ডে ও সভাপতি গৌতম বাউরি জানান এ বছর পুজো ৩১ বছরে পদার্পন করল। বিশ্বত্রাস করোনার জন্য তারা সরকারি গাইডলাইন মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে খুঁটিপুজোর অনুষ্ঠান করা হয়। করোনার সচেতন বার্তা জনসমক্ষে উপস্থাপন করাই হবে এবারের পুজোর থিমের মূল উদ্দেশ্য। পুজো কমিটির পক্ষ থেকে নবনী চক্রবর্তী বলেন, এ বছর ১৫ লক্ষ টাকা থাকছে পুজোর বাজেট। নিতুরিয়ার দুব্বেশ্বরী কোলিয়ারির শ্রমিকরা পুজো কমিটিকে তাদের এক দিনের মজুরী দান করে থাকেন। ফি বছর এই পুজোর জন্য মুখিয়ে থাকেন এলাকাবাসীরা। এবার গুজরাটের লক্ষী-নারায়ন মন্দিরের আদলে পুজো মণ্ডপ হবে বলে জানালেন নবনীবাবু। প্রায় প্রতিবছর জেলার সেরার শিরোপা থাকে এই দুর্গা পূজার। এবারও জেলার সেরা পুজোর স্বীকৃতি পাবে এই পুজো কমিটি বলে আশাবাদী উদ্যোক্তারা।