ঘোষিত হল ICC Men’s T20 World Cup 2021 এর দিনক্ষণ
JJM NEWS DESK: আজ Icc তরফ থেকে ICC Men’s T20 World Cup 2021 এর দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ২৩শে অক্টোবর থেকে দুবাইতে শুরু হচ্ছে এই বিশ্বকাপের আসর। এবারের টি-টোয়োন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ওমান ও আরব আমিরশাহিতে এবারের টি-টোয়োন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নিণে যাওয়া হয় ওমান ও আরব আমিরশাহিতে।
ভারতের ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৪শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের সঙ্গে। প্রথম রাউন্ডে আটটি দেশকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ এ’তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি’তে আছে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও বাংলাদেশে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল জায়গা করে নেবে সুপার ১২ অর্থাত্ দ্বিতীয় পর্বে। সুপার ১২’র গ্রুপ ওয়ানে রয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ এ’র বিজয়ী ও গ্রুপ বি’র রানার্স আপ গ্রুপ ওয়ানের বাকি দুটি স্পটে উঠে আসবে। সুপার ১২’র গ্রুপ টু’তে রয়েছে ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নিউজিল্যান্ড আর আফগানিস্তান। এই গ্রুপের বাকি দুটি স্পটে রাউন্ড ওয়ান থেকে গ্রুপ এ’র রানার্স আপ ও গ্রুপ বি’র বিজয়ী দল জায়গা করে নেবে।

ভারতের সূচী
ভারত বনাম পাকিস্তান – ২৪ অক্টোবর।
ভারত বনাম নিউজিল্যান্ড – ৩১শে অক্টোবর।
ভারত বনাম আফগানিস্তান – ৩রা নভেম্বর।
ভারত বনাম যোগ্যতাঅর্জনকারী দেশ – ৫ই নভেম্বর।
ভারত বনাম যোগ্যতাঅর্জনকারী দেশ – ৮ই নভেম্বর।