Post Office FD:পোস্ট অফিসে FD করলে এক বছরে ব্যাপক সুদ
জোহার জঙ্গলমহল: পোস্ট অফিসে FD করিয়ে রাখলে পাওয়া যাচ্ছে একাধিক সুবিধা। একই সঙ্গে বিভিন্নভাবে পাওয়া যাবে একাধিক সরকারি সুরক্ষা কবচ। পোস্ট অফিসে FD করলে তা অত্যন্ত সুবিধার হয়ে থাকে। India Post এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে ১, ২, ৩, ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যেতে পারে।
কী কী সুবিধা পাওয়া যেতে পারে
অফলাইন ক্যাশের মাধ্যমে, অনলাইনে নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে পোস্ট অফিসের FD করা যেতে পারে। এটি একটি সরকারি যোজনা যেখানে বিনিয়োগ করলে টাকা পয়সা একদম সুরক্ষিত থাকে। একাধিক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার সুবিধা রয়েছে। একটি অ্যাকাউন্টের সঙ্গে অন্য অ্যাকাউন্ট সংযুক্ত করা যেতে পারে। এছাড়া কোনো ব্যাক্তি চাইলে তার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি অন্য পোস্ট অফিসে স্থানান্তরিত করতে পারবেন। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১ বছরের সুদের হার ৫.৫০ শতাংশ। ১ বছর ১ দিন থেকে সুদের হারের পরিমাণ একই হয়ে থাকে। ৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত সুদের হারের পরিমাণ ৬.৭০ শতাংশ। ১,০০০ টাকা দিয়ে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খোলা যেতে পারে। তবে টাকার কোনো উর্ধ্বসীমা নেই।