মেদিনীপুর শহর থেকে গ্রেফতার ভুয়ো IPS অফিসার
JJM NEWS DESK: ফের ভুয়ো IPS এর হদিশ। এবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। আজ বৃহঃস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ভুয়ো IPS অফিসারের নাম সৌম্যকান্তি মুখার্জী।
জানা গেছে তিনি গত এক বছর ধরে এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আজ বৃহঃস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক সম্মেলনে ধৃত ভুয়ো IPS অফিসার সৌম্যকান্তি মুখার্জী নিজ মুখে এই কথা স্বীকার করেন। জানা গেছে তার এক আত্মীয় অফিসার বাঁকুড়ার তালড্যাংরা থানায় কর্মরত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।