Unusual Death:হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার জয়কৃষ্ণপুর এলাকায়
JJM NEWS DESK: এক হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল নাগাদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন একটি হোটেলে। মৃতদেহটি উদ্ধার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানতে পারা যায় মৃত ওই ব্যাক্তির নাম বিনোদ দাস (বয়স ৫৫)। গতকাল সকালে হোটেলের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া বিষ্ণুপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য দেহটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।