আজ ০.০৮.২০২১ শনিবার, দেখে নিন জঙ্গলমহলে হাতির অবস্থান
জোহার জঙ্গলমহল ডেস্ক, হাতির খবর: আজ ০৭.০৮.২০২১, শনিবার। দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির অবস্থান: বেলিয়াতোর রেঞ্জে সামন্তমারা মৌজায়-১টি। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বিভাগীয় বনাধিকারীক, বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির অবস্থান: নয়াবসত রেঞ্জ, উখলা-২ টা,বয়লা-১ টা, লালগড় রেঞ্জ, পোডিহা- ১টা, চাঁদড়া রেঞ্জ, গাররা-১ টা, আমাঝর্ণা-৯ টা, মেটাল-১০-১২
টা। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
রূপনারায়ন বনবিভাগে হাতির অবস্থান: হাতির অবস্থান: রেঞ্জ: হুমগড়, হদহদি, হাতি ১২-১৪টি, ও পাথরমারি,হাতি ৪টি, গোয়ালতোড়,মোহনপুর,হাতি ৩টি,বন্যপ্রানী শিকার আইনত দন্ডনীয় অপরাধ। এই অপরাধমূলক কাজ থেকে দূরে থাকুন। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির অবস্থান: মোট হাতি: ৫৫ টি, রেঞ্জ:লোধাশুলি, বীট:লোধাশুলি, মৌজা:ভাওদা, দল হাতি: ০৫টি, রেঞ্জ:শিলদা, বীট:বড়শোল, মৌজা:কুশভুলা, দল হাতি: ০৫টি, রেঞ্জ:ভুলাভেদা, বীট:কাঁকড়াঝোড়, মৌজা:দলদলি, দল হাতি:৩৫টি, রেঞ্জ:গিধনী, মৌজা:চান্দুয়া, দল হাতি:১২টি, রেঞ্জ:ঝাড়গ্রাম, বীট:বান্দরভোলা, মৌজা:খাসজঙ্গল/৭৩১, হাতি: ০১টি। হাতির গতিপথে বাধা দিবেন না। সন্ধ্যা ০৬টা থেকে সকাল ০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না ।সকলে সতর্ক থাকবেন, বিভাগীয় বনাধিকারীক, ঝাড়গ্রাম বিভাগ।
খড়গপুর বনবিভাগে হাতির অবস্থান: আপডেট…