JJM NEWS DESK: কোনো প্রকার সূত্র না থাকা সত্ত্বেও একটি অপরাধের কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। গত ৮ই জুলাই রাস্তার পাশে থাকা ১৬টি পিচ ভর্তি ডাম চুরি হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদার ইন্দপুর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ইন্দপুর থানার পুলিশ। কোনো প্রকারের সূত্র না থাকায় একটা সময় সাময়িক হতাশা এসে যায়। কিন্ত তারা হাল ছেড়ে দেননি। অপরাধীদের ধরতে এক বিশেষ পরিকল্পনা করা হয়। দীর্ঘ প্রয়াসের পরে, পুলিশের রাখা টোপকে গিলতে গেলেই ২ জনকে ধরে ফেলে পুলিশ। তারা দোষ স্বীকার করে নিলে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদেরই মাধ্যমে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। গতকাল রাতে চুরি হয়ে যাওয়া ১৬ টি পিচভর্তি ড্রাম উদ্ধার করা হয় এবং এই অপরাধে ব্যাবহৃত গাড়িটিও বাজোয়াপ্ত করা হয়।
ছবি ও তথ্য: Bankura District Police ফেসবুক পেজ