দৈনন্দিন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না মেলায় ক্ষোভ পুরুলিয়ায়
পূর্ণচন্দ্র রক্ষিত, পুরুলিয়া: দৈনন্দিন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না সাধারণ মানুষজন। ঘটনাটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না মেলায় ক্ষোভে ফেটে পড়ছেন এলাকার মানুষজন।
জানা গেছে ওই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আগে প্রতিদিন ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হত। কিন্তু কয়েকদিন ধরেই সেখানে এখন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন কেন্দ্রে লাইনে দাঁড়ানো মানুষের অভিযোগ চাষের মরসুমে তারা চাষের কাজ ছেড়ে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু ১০০ জনের মধ্যে না থাকা মানুষেরা ভ্যাকসিন না পেয়ে বাধ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতির শিকার হচ্ছেন বলে জানাচ্ছেন ওই এলাকার মানুষজনেরা। তাদের দাবি প্রশাসন যেন এবিষয়ে এদিকে নজর দেন এবং শীঘ্রই ১০০ জনের বেশি ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করেন।