জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ৩১.০৮.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ২৪০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০৫ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮২৪ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার ২১৭ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৫৯২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ২২২ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৩,৭৪১
কর্ণাটক- ৯৭৩
কেরালা- ১৯,৬২২
তামিলনাড়ু- ১,৫২৩
অন্ধ্রপ্রদেশ- ৮৭৮
উত্তরপ্রদেশ- ২৩
দিল্লী- ২০
পশ্চিমবঙ্গ- ৫১০
ছত্তীশগড়- ২২
রাজস্থান- ৭
গুজরাট- ১২
ওড়িশা- ৬০৯
মধ্যপ্রদেশ- ১০
হরিয়ানা- ১০
বিহার- ৬
তেলাঙ্গানা- ৩৪০
পাঞ্জাব- ২৫
আসাম- ৫৩৮
ঝাড়খন্ড- ১৩
উত্তরাখন্ড- ৩৮
জম্মু এবং কাশ্মীর- ১০৫
হিমাচল প্রদেশ- ৯৬
গোয়া- ৫৯
পুদুচেরী- ৬৩
চন্ডীগড়- ৬
ত্রিপুরা- ৩৭
মণিপুর- ২২৩
মেঘালয়া- ১৩৪
অরুণাচলপ্রদেশ- ৯০
নাগাল্যান্ড- ৩১
লাদাখ- ৪
সিকিম- ৩২
মিজোরাম- ৪৪০
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ৭
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ১