জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ১৬.০৮.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২১২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২৭ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৪ লাখ ৪ হাজার ৩৬৮ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৬৮২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৪,৭৯৭
কর্ণাটক- ১,৪৩১
কেরালা- ১৮,৫৮২
তামিলনাড়ু- ১,৮৯৬
অন্ধ্রপ্রদেশ- ১,৫০৬
উত্তরপ্রদেশ- ৩০
দিল্লী- ৫৩
পশ্চিমবঙ্গ- ৬৭৩
ছত্তীশগড়- ৪৯
রাজস্থান- ১৮
গুজরাট- ১৬
ওড়িশা- ১,০৫৮
মধ্যপ্রদেশ- ১৩
হরিয়ানা- ২২
বিহার- ২৮
তেলাঙ্গানা- ২৪৫
পাঞ্জাব- ৪৬
আসাম- ৪১১
ঝাড়খন্ড- ০
উত্তরাখন্ড- ১৬
জম্মু এবং কাশ্মীর- ৯৭
হিমাচল প্রদেশ- ১৮২
গোয়া- ৭৫
পুদুচেরী- ৭৯
চন্ডীগড়- ১
ত্রিপুরা- ১৪২
মণিপুর- ৬০২
মেঘালয়া- ৪২০
অরুণাচলপ্রদেশ- ৪৮
নাগাল্যান্ড- ৫৪
লাদাখ- ০
সিকিম- ১৫২
মিজোরাম- ৪৬৭
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ৩
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ০