জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ১৫.০৮.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ১২৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯১ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৯৫৪ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৫,৭৮৭
কর্ণাটক- ১,৬৩২
কেরালা- ১৯,৪৫১
তামিলনাড়ু- ১,৯১৬
অন্ধ্রপ্রদেশ- ১,৫৩৫
উত্তরপ্রদেশ- ৪২
দিল্লী- ৫০
পশ্চিমবঙ্গ- ৭০৫
ছত্তীশগড়- ৮৩
রাজস্থান- ১৪
গুজরাট- ২৫
ওড়িশা- ১,১৩২
মধ্যপ্রদেশ- ১৬
হরিয়ানা- ১৪
বিহার- ৩৯
তেলাঙ্গানা- ৪২০
পাঞ্জাব- ৫০
আসাম- ৭৫৫
ঝাড়খন্ড- ২৮
উত্তরাখন্ড- ১৯
জম্মু এবং কাশ্মীর- ১৩৫
হিমাচল প্রদেশ- ২৮৪
গোয়া- ৮৮
পুদুচেরী- ১০১
চন্ডীগড়- ৪
ত্রিপুরা- ১৩৭
মণিপুর- ৪৩৯
মেঘালয়া- ৩৪৩
অরুণাচলপ্রদেশ- ১৬১
নাগাল্যান্ড- ৬১
লাদাখ- ০
সিকিম- ১২৯
মিজোরাম- ৫২৪
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ৭
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ০