জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ১২.০৮.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১২৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯১ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৬ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৫,৫৬০
কর্ণাটক- ১,৮২৬
কেরালা- ২৩,৫০০
তামিলনাড়ু- ১,৯৬৪
অন্ধ্রপ্রদেশ- ১,৮৬৯
উত্তরপ্রদেশ- ২৪
দিল্লী- ৩৭
পশ্চিমবঙ্গ- ৭০০
ছত্তীশগড়- ৮৩
রাজস্থান- ১৯
গুজরাট- ১৬
ওড়িশা- ১,০৭৮
মধ্যপ্রদেশ- ১০
হরিয়ানা- ১৬
বিহার- ৪৭
তেলাঙ্গানা- ৪৮২
পাঞ্জাব- ১০৫
আসাম- ৮৮৬
ঝাড়খন্ড- ১৪
উত্তরাখন্ড- ৪০
জম্মু এবং কাশ্মীর- ১১৪
হিমাচল প্রদেশ- ৩৭৪
গোয়া- ১০৩
পুদুচেরী- ১১৪
চন্ডীগড়- ৫
ত্রিপুরা- ২৪৪
মণিপুর- ৬০৬
মেঘালয়া- ৪৬৩
অরুণাচলপ্রদেশ- ১৮৮
নাগাল্যান্ড- ৬৪
লাদাখ- ৫
সিকিম- ১৫৭
মিজোরাম- ৮৬৩
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ৫
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ০