গগনাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবির
সমীর মন্ডল, পুরুলিয়া: রক্তদান মানে একটি জীবন দান অর্থাৎ একটি জীবন ফিরে পাওয়া। সামান্য একটু রক্তের অভাবে অসময়ে কত তরতাজা জীবন হারিয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে। যাতে রক্তের অভাবে মানুষ মারা না যায় তার জন্য মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে থাকা দরকার। আর এটাই চোখে চোখ রেখে দেখিয়ে দিলো গগনাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা।
গত ১৪ই আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটির আয়োজন করা হয় পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের গগনাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সকলের প্রিয় স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মানস আচার্য মহাশয়। এই রক্তদান শিবিরে মোট ৩০ জন স্ব-ইচ্ছায় রক্ত দান করেন। ইনারা হলেন দীপালি মাহাত, মৌমিতা ব্যানার্জি, শ্যামল বাউরি, সঞ্জু মিশ্র, গুরুচরন মাজি সহ স্কুলের একজন সহ শিক্ষক সৃজন পণ্ডিত মহাশয় সহ আরো অনেকে। এই রক্তদান শিবিরের উদ্যোগ তাদের কথায় সাড়া দেন রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার সুশান্ত মন্ডল সহ বেশ কয়েকজন ডাক্তার।