দেওয়ালে ধাক্কা Audi গাড়ির, মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ৭
জোহার জঙ্গলমহল: মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর গতকাল সোমবার রাত দুটো নাগাদ কোরামাঙ্গালা এলাকায়। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও এক বিধায়কের ছেলে রয়েছে বলে সূত্রের খবর। গাড়ির মধ্যে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই বয়স ২০-৩০ এর মধ্যে।
পুলিশ সূত্রে জানা গেছে এই মর্মান্তিক দূর্ঘটনায় মৃতদের নাম অক্ষয়, ইশিতা, ধনুষ, রোহিত, গোয়েল। জানা গেছে গতকাল রাত্রে প্রবল গতিতে ছুটছিল Audi গাড়িটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি দেওয়ালে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরো একজন মারা যান। জানা গেছে ওই বিধায়কের নাম ওয়াই প্রকাশ, মৃত ছেলের নাম করুণা প্রকাশ। তিনি কর্ণাটকের হোসুরের বিধায়ক। অনুমান করা হচ্ছে ওই Audi গাড়িটি ওই বিধায়কেরই। মৃতরা কর্ণাটকের বিভিন্ন জেলার বাসিন্দা এবং কয়েকজন কেরলের বাসিন্দা বলে জানা গেছে।