মামা বাড়িতে এসে সাপের কামড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: সাপের কামড়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়া অঞ্চলের রক্তগেড়িয়া গ্রামে। ঘটনায় মৃত স্কুলছাত্রীর নাম রিয়া রায় (বয়স আনুমানিক ১০)। ঘটনায় পাঁচমুড়া অঞ্চল জুড়ে তীব্র শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে রক্তবেড়িয়া গ্রামে মামার বাড়িতে এক দাদুর পারলৌকিক ক্রিয়ায় পরিবারের লোকজনেদের সাথে কুরকুটিয়া গ্রাম থেকে এসেছিলেন মৃতা রিয়া। কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হওয়ায় চাষের জমিগুলিতে আশ্রয় নিয়েছিল একাধিক প্রজাতির মাছ। সোমবার সেই চাষের জমিতে ট্রাক্টরের দ্বারা চাষ দেওয়ার সময় অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে মাছ ধরছিলেন রিয়া। মাছ ধরার সময় রিয়াকে ছোবল মারে একটি বিষধর সাপ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় তালড্যাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর গত বৃহঃস্পতিবার হাসপাতালে মারা যান রিয়া রায়। দেহটি ময়নাতদন্তের পর কুরকুটিয়া গ্রামে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকাজুড়ে তীব্র শোকের ছায়া নেমে আসে।