শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ্যোগে ভগবতীচকে পালিত হল ৭৫তম স্বাধীনতা দিবস
নিজস্ব প্রতিনিধি: শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ্যোগে জঙ্গলমহলের ভগবতী চকের শিশু ও অধিবাসীদের নিয়ে সংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্যমে সংগঠিত হয় ৭৫ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তেলোন করেন মাননীয় লক্ষণ ওঝা, সুব্রত মহাপাত্র।
গ্ৰামের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। অঙ্কন, নাচ, গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ। শিশু মনের হুল্লোড়ে সামিল হয়ে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান শালবীথির সম্পাদিকা রীতা বেরা। প্রত্যেক প্রতিযোগী ও উপস্থিত বাচ্চাদের প্রত্যেকের হাতে উপহার ও টিফিন তুলে দেওয়া হয় শালবীথি পরিবারের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তাপস মাইতি, সমীর মহান্তি, হারাধন দীয়ারী, নরসিংহ দাস, বিশ্বজিৎ মন্ডল, সুব্রত মহাপাত্র, লক্ষণ ওঝা ছাড়াও আরো অনেকে। শালবীথি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঝুমঝুমি চক্রবর্তী, অপর্ণা দাস, সুমনা দত্ত, পম্পি খামরই, দীপান্বিতা খান, মধুছন্দা মাইতি, রীতিশা বেরা ও রীতা বেরা।