Midnapore Shoot Out: মেদিনীপুর গুলি কান্ডে গ্রেফতার মোটা রাজার আরো ৩ সঙ্গী
JJM NEWS DESK: গত শনিবার রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেদিনীপুর শহরে চলেছিল ৩ রাইন্ড গুলি। মাহতাবপুরের পদ্মাবতী শ্মশানঘাট এলাকায় ১ রাউন্ড এবং ধর্মায় একটি হোটেলে ২ রাউন্ড গুলি চলেছিল ওই দিন। ঘটনার ২ ঘন্টার মধ্যেই গুলিকান্ডে মূল অভিযুক্ত মোটা রাজাকে (সুমন সিং) গ্রেফতার করে কোতয়ালী থানার পুলিশ। আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।
এই ঘটনার গতকাল রবিবার রাত্রি নাগাদ গ্রেফতার হয়েছেন মোটা রাজার আরো তিন সঙ্গী। আজ সোমবার সকালে এই খবর জানান জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। শনিবার ধর্মার ওই হোটেলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হোটেলের কর্মীকে মারধর করছেন মোটা রাজা ও তার সঙ্গীরা। তাদের কাছে ৩-৪টি আগ্নোয়াস্ত্র লক্ষ্য করা যায়। আজ তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।