কুঁয়োয় পড়ে গিয়ে মৃত ১, আহত ৩
JJM NEWS DESK: কুয়োর মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যা নাগাদ পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত আমারু গ্রামে। ওই ব্যাক্তিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আরো ৩ জন। দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাত মেডিক্যাল কলেজে পাঠায় বলরামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যাক্তির নাম বিশ্বজিৎ মাহাতো (বয়স ৪৫)। যে সময় ঘটনাটি ঘটে সেসময় হালকা বৃষ্টি হচ্ছিল। কুয়োর মধ্যে পা পিছলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ মাহাতোকে উদ্ধারের জন্য আরো ৩ জন ব্যাক্তি কুয়োর মধ্যে ঝাঁপ দেন। কুয়োর মধ্যে বিষাক্ত গ্যাস থাকার কারণে তলিয়ে যায় বিশ্বজিৎ মাহাতো। চার জনকে কুয়ো থেকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিশ্বজিৎ মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।