বাঁকুড়ায় বিয়ে বাড়িতে এসে খুন হলেন যুবক
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: বিয়ে বাড়িতে যোগদান দিতে এসে বচসার জেরে প্রাণ হারাতে হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ২নং ব্লকের মৌলাডাঙ্গা গ্রামে। জানা গেছে মৃত যুবটির নাম সুপ্রিয় চট্টরাজ (বয়স ৩২)। হঠাৎ করে ছুরি নিয়ে তার উপর হামলা চালায় প্রতিবেশি যুবক দেবাংশু চট্টরাজ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবার সূত্রে সুপ্রিয় র এক কাকা জানান কেউ ভাবতে পারেনি যে দেবাংশু হঠাৎ করে সুপ্রিয় র উপর এই রকম হামলা চালাবে। তিনি দেবাংশুর ফাঁসি চেয়েছেন। পরিবারের তরফ থেকে সুপ্রিয়ের ভাই শুভঙ্কর জানান দেবাংশু তাদের জ্যাঠুর ছেলে এবং অত্যন্ত খারাপ ছেলে সে। কেউ ভাবতে পারেনি এই রকম কান্ড হয়ে উঠবে। দেবাংশু র মা জানান ‘বিয়ে বাড়িতে সুপ্রিয় র সঙ্গে দেবাংশুর তর্ক বিতর্ক শুরু হলে লাঠি দিয়ে দেবাংশুকে মারতে শুরু করলে তিনি তাদের মাঝখানে এসে যান। রাগের বশেই এই কান্ড করেছে দেবাংশু’। ঘটনার পর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। ভাঙচুর চালানো হয় দেবাংশুর মোটর সাইকেলে। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয় দেবাংশুকে। দেবাংশু খুনের কথা স্বীকার করে নিয়েছেন। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।