পশ্চিম মেদিনীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ জন, আহত ২
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: পিকআপ ভ্যানের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। আহত হয়ছেন আরো ২ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে রানিরবাজার এলাকায়। ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের পরিচয় জানা যায়নি।
আহতদের এক ব্যাক্তির কথায় জানা যায় পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে রানিবাজার এলাকায় আচমকাই তাদের গাড়ির চাকা ফেটে যায়। গাড়িটিতে চালক সহ মোট পাঁচজন ছিলেন। গাড়ির চাকা ফেটে যাওয়ায় একজন মেরামতির কাজে ব্যাস্ত ছিলেন। বাকি চারজন রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটি দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন তারা। বাকি চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরো ২ জন মারা যান। জানা গেছে তারা প্রত্যেকেই গড়বেতা এলাকার বাসিন্দা।